লাল সবুজের দেশ রিপোর্ট ঃ
র্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সদর থানাধীন পশ্চিমপাড়া বাহারছড়া উচ্চা বিদ্যালয় সংলগ্ন জনৈক নুরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য গাঁজা বিক্রি/অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ১৭/০৬/২০২২ তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতিতে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে আসামী নূর আহম্মেদ (২৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন, মাতা- পাখি বেগম, সাং-কুতুবদিয়া পাড়া ০১নং ওর্য়াড, ভেড়ন পাড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর দেহ তল্লাশী করে সাথে থাকা পলিথিন ব্যাগ হতে সর্বমোট ৯৫০ (নয়শত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজা সে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে তার হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে গ্রেফতারকৃত ব্যক্তি জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
Leave a Reply