নিজস্ব প্রতিনিধিঃ
হিন্দুদের ধর্মীয় গ্রন্থের বিখ্যাত শ্লোক “পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমং তপ,পিতোরি প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা”।অর্থাৎ- পিতার সন্তুষ্টিতে স্বর্গ, ধর্ম, তপস্যা সমান সকল দেবতা সন্তুষ্ট হয়। বাবা মানের বটবৃক্ষের ন্যায় মহীরুহ। আর তাই বিশ্বের সকল পিতার প্রতি শ্রদ্ধা রেখে সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশে ১৯ জুন পালিত হয় বিশ্ব বাবা দিবস।
দিবসটি উপলক্ষে যশোর উদযাপন পরিষদ নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় -“আজই শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই”-এই স্লোগানকে ধারণ করে বিশ্ব বাবা দিবস উদযাপন পরিষদ, যশোর গতকাল (১৭ জুন) শুক্রবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা। চিত্রাঙ্কের বিষয় ছিল বাবা।
প্রতিযোগিতায় ছোট ছোট শিশুরা রঙ তুলির আঁচড়ে প্রিয় বাবাকে ফুটিয়ে তোলেন। কেউ অঙ্কন করেছেন বাবার সাথে ঘুরতে যাওয়ার বিশেষ মূহুর্ত; কেউ আবার এঁকেছে বাবাকে নিয়ে নানা রকমের কাল্পনিক দৃশ্য।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশিষ্ট্য চিত্রশিল্পী মফিজুর রহমান রুনু, যশোর এসএম সুলতান ফাইন আর্ট কলেজের অধ্যক্ষ শামিম ইকবাল লিপন ও প্রভাষক কৃষি গৌতম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের সদস্য সচিব প্রণব দাস, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান বকুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু প্রমুখ।
Leave a Reply