মাজহারুল ইসলাম (রুবেল), মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিদপাদ্যে শিবচরে জাতীয় এ দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টা থেকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করা হয়ে। পরে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে যুব ঋনের সনদপত্র বিতরন করা হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও যুদ্ধ কালীন সাত থানা এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান,শিবচর উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান বিএম আতাউর রহমান ও শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস হোসেন পাশা।
এ সময় শিবচর উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারী,বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
এসবিএন / মাজহারুল ইসলাম (রুবেল)
Leave a Reply