লাল সবুজের দেশ, ডেস্ক নিউজঃ
সরকারি গুদামে ধান বিক্রির সময় কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক ভিডিও কনফারেন্সে সারাদেশে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় তিনি দেশের ৪টি জেলার সরকারি কর্মকর্তা, ধান-চাল ব্যবসায়ী ও কৃষকের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, কৃষকরা ধানের নায্যমূল্য পাচ্ছেন বলেই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন।
ধান সংগ্রহ অভিযান আগামী ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত চলবে।
লাল সবুজের দেশ
Leave a Reply