লাল সবুজের দেশ, জামাল উদ্দিন স্বপনঃ
বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ার জনপ্রিয় বিনোদন বন্ধু মহিউদ্দিন খান। যিনি খান সাহেব নামেই একনামে পরিচিত। সোস্যাল মিডিয়া কাতিব টিভির মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবান প্রতিষ্ঠীয় ইতিবাচক ও প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছেন।
আগামী ১৬ ডিসেম¦র ২০২২ সন্ধায় লাকসামের ঐতিয্যবাহী বাতাখালী হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানা আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। জাতীয় সাংস্কৃতি সংগঠন শানে মদীনা শিল্পী গোষ্ঠির মাসুম বিল্লাহ মুহাজির, আব্দুল কাদির বিপ্লবী, মোজাম্মেল ইবনে মুসলিম, কাজী মাশকুর এলাহী, আব্দুল কাদের জিলানী, হাসান আল মাহমুদ, মাহমুদুল হাসান আদনান, আলাউদ্দিন আস সায়েম, ফয়সাল মাহমুদ, মোস্তফা মুনতাসির রাহাত এর সুরে মুগ্ধ হবেন এলাকাবাসী।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় বাতাখালী হাফেজীয়া মাদ্রসা ও এতিমখানা আয়োজিত ইসলামী জিনিয়াস প্রতিযোগিতা ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। কোরআন তেলাওয়াত, আযান, হামদ-নাতের এই প্রতিযোগিতায় প্রথম পুরুস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরুস্কার ১৫হাজার টাকা, তৃতীয় পুরুস্কার ১০ হাজার টাকা ও ৭টি বিশেষ পুরুস্কার।
দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালায় ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে হাফেজ ছাত্রদের পাগড়ীদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল।
লাল সবুজের দেশ
Leave a Reply