মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা যুবদল এর আহবায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভৈরব থানার এসআই সাকিব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আনুমানিক বেলা ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করা হয়। দুই মাস আগে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত পুলিশ বাদী মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ভৈরব উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাকিব হাসান। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুল আলম জানান, নিয়মিত মামলায় উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করা হয়। এঘটনায় কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
অবিলম্বে যুবদল নেতা সুজনকে মিথ্যা মামলা পত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। তিনি আরো বলেন আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিএনপির ঢাকা মহা সমাবেশকে অসফল করার জন্য পুলিশ কে দিয়ে গ্রেফতার করিয়েছেন সরকার দলীয় নেতৃবৃন্দ ।
Leave a Reply