নরসিংদীর শিবপুরে বাঘাব উচ্চ বিদ্যালয় ও নাওহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বই উৎসব উদ্বোধন করেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার।
এসময় বক্তৃতায় চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলে হবে না তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে। এক্ষেত্রে শিক্ষাকগণের পাশাপাশি অভিবাকদের সঠিক তদারকী প্রয়োজন। আপনার সন্তান কার সাথে মিশনে, কখন বাড়ি ফিরছে। এসব খেয়াল রাখতে হবে। বিশেষ করে মায়েরা তাদের সন্তানের হোম পাঠদানে অগ্রনী ভূমিকা রাখতে হবে। তবেই আমাদের সন্তানরা আলোকিত মানুষ হতে পারবে।
Leave a Reply