নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে এক ইজিবাইক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন চেয়ারম্যান।
রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের চাঁদপাশা টু কুঠির বাজার রোড থেকে চোর চক্রের ১ জন সদস্য কে হাতেনাতে ধরা হয়। এরপর শিবপুর মডেল থানার পুলিশের কাছে তুলেদেন বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার।
এসময় চেয়ারম্যান জাহিদ সরকার বলেন, আমি সকল চোর-ডাকাতদের হুঁশিয়ার করে দিচ্ছি। আমাদের বাঘাব ইউনিয়নে কোন চোর ডাকাতের জায়গা নেই। এখনো সময় আছে ভালো হয়ে যাও, না হয় বাঘাব ইউনিয়ন ছেড়ে দাও।
Leave a Reply