লাল সবুজের দেশ, চুয়াডাঙ্গা রির্পোটারঃ
চুয়াডাঙ্গায় শৈতপ্রবাহ অব্যাহত রয়েছে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলাজুড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন জেলার নিম্নআয়ের মানুষেরা।
হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগী ভর্তি হয়েছে ৫৯ জন। আর গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ২৮৬ জন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক জানান, রোটা ভাইরাসজনিত করাণে অনেকেই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বয়স্ক মানুষ।
লাল সবুজের দেশ
Leave a Reply