লাল সবুজের দেশঃ
খালি চোখে ৫০ হাজার বছরের মধ্যে একটি বিরল ধূমকেতু দেখা যাবে। প্রথমবারের মতো এটি দেখা যাচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি পৃথিবী ও সূর্যকে তা অতিক্রম করবে। যার ফলে পৃথিবী থেকে দূরবীন ছাড়া সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন বিশ্ববাসী।
বিশেষজ্ঞরা বলছেন, যদি আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদের আলো বেশি আলোকিত না হয় তবেই খালি চোখে ধূমকেতু দেখা সম্ভব।
বার্তাসংস্থা এএফপিকে প্যারিসের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস বিভার বলেন, এই ধুমকেতু ধূলিকণা ও এমিট এবং সবুজ আভা দিয়ে তৈরি। পূর্ণিমার কারণে খালি চোখে দেখা না গেলেও, জানুয়ারির ২১-২২ তারিখে জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি পর্যবেক্ষণের ভালো একটি সুযোগ হবে।
ধুমকেতুটি খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে। শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম।
গত বছরের মার্চে প্রথমবার ধূমকেতুটি বৃহস্পতি গ্রহের পাশ দিয়ে যেতে দেখে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক সংস্থা জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি। এরপরই এর নাম দেওয়া হয় সি/২০২২ই৩ (জেডটিএফ)।
এর আগে ২০২০ সালের মার্চে নিওওয়াইজ এবং ১৯৯৭ সালে হেল-বপ নামের একটি ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়। হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার। কিন্তু সবশেষ ধুমকেতুটি পৃথিবীর খুব কাছাকাছি আসছে, তবে এটি আকারে খুব বেশি বড় হবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।
লাল সবুজের দেশ
Leave a Reply