লাল সবুজের দেশ রিপোর্ট ঃ
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাগেরহাটের রামপাল উপজেলায় “বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট কোম্পানি লিমিটেড” এ ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনার মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যরা দীর্ঘদিন যাবত সততা, নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে এবং বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান প্লান্টের কাজে ব্যবহৃত মূল্যবান চোরাই মালামালসহ চোরাকারবারীদের আটক করেছে।
এরই ধারাবাহিকতায় ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আজ ২৮-০১-২০২৩খ্রি. তারিখ বিকাল ১৭:৩৫ ঘটিকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতর থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথের নির্দেশনায় এবং কোম্পানী কমান্ডার রাজিব হোসাইনের নেতৃত্বে চৌকষ আভিযানিক দলটি বিদ্যুৎ কেন্দ্রের সাইলো এলাকা হতে অভিযান চালিয়ে মোটরসাইকেল ০২টি ( ব্রান্ড স্মাটফোন (vivo y-20), ক্রেডিট কার্ড ০৩টি ( মিডল্যান্ড ব্যাংক, ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) ও ২,২৬৫/- টাকাসহ ০১টি মানিব্যাগ, ০২ জন চোরচক্রের সদস্যকে ১৫ (পনেরো) কেজি তামার তারসহ আটক করা হয়েছে। উক্ত চোর চক্রের সদস্যের নাম (১) মো: তানভির (২৪), পিতা: আব্দুল হালিম, গ্রাম: পার গোবিন্দপুর, ডাকঘর: ফয়লা, উপজেলা: রামপাল, জেলা: বাগেরহাট (২) মো: ওবায়দুল্লাহ শেখ (২৩) পিতা: শহীদ শেখ, গ্রাম: চাঁদপুর, ডাকঘর: বাবুরহাট, উপজেলা: রামপাল, জেলা: বাগেরহাট। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ২২,৫০০/- (বাইশ হাজার পাঁচশত) টাকা এবং মোটরসাইকেল ০২টির আনুমানিক মূল্য ১,২০,০০০/- টাকা প্রায়।
ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেছেন এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালসহ ও মোটরসাইকেলসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয় এবং রামপাল থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য গত মে ২০২২খ্রি. হতে অদ্যাবধি ৫১টির অধিক অভিযানে প্রায় ৫৬,৬৩,৮০০/- (ছাপান্ন লক্ষ তেষট্টি হাজার আটশত) টাকার চোরাই মালামাল ও ৩৫ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply