গাজীপুর প্রতিনিধিঃ
সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদে গাজীপুর কালিগঞ্জ উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ৩০ জানুয়ারী) উপজেলার কালিগঞ্জ আর আর এন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মুসল্লিরা একত্র হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি কালিগঞ্জ আর আর এন্ড সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে কালিগঞ্জ উপজেলা মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় বক্তারা সুইডেনে প্রবিত্র কুরআন শরীফ অবমাননার তীব্য প্রতিবাদ করেন। আল কুরানের অপমান, সইবে নারে মুসলমান, বদরের যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবারসহ নানা স্লোগান দিতে থাকেন সমাবেশে উপস্থিত মুসল্লীরা।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, গাজীপুর কওমী ওলামা পরিষদ, কালীগঞ্জ ইমাম পরিষদ ও জামালপুর নূরীয়া মুহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসার নেতৃবৃন্দসহ এলাকার হাজারো মুসল্লীরা।
লাল সবুজের দেশ
Leave a Reply