লাল সবুজের দেশ রিপোর্ট :
বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জানিপপ এর চেয়ারম্যান ও বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আজীবন সদস্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
অনুষ্টান সঞ্চালনা করেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক সুবীর কুশারী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগত এর সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ,
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শায়েরুল হক জুয়ারদার, ঢাবি র শক্তি ও সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, এস এম জুয়েল হোসেন, মেহেদি হাসান রুমী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, পৃথিবীর কোন রাষ্ট্রেই এমন নজীর নেই যে, মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, এটা শুধু এই বাংলায় সম্ভব হয়েছে, যার নেতৃত্ব ও দিয়েছিলেন জাতীর পিতা। ৫২’ ভাষা আন্দোলন এক দিনে হয় নি। ৪৮’ সাল থেকে শুরু করে ৫২’ সালের ২১ তারিখে পরিনতি লাভ করে।
সেদিন মায়ের ভাষা রক্ষার জন্য শহীদ হয়েছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তানেরা, আমি বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।
অনুষ্ঠানের সঞ্চালক মৈত্রী সমিতির সাধারন সম্পাদক সুবীর কুশারী বলেন, আজ শুধু বাংলাদেশেই নয় ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের গর্ব। বাংলাকে গভীরভাবে চর্চা করতে হবে।
এটা রক্তের বিনিময়ে অর্জিত।
ভাষা শহীদদের প্রতি ১ মিনিট নীরবতা পালন করে আলোচনা সভা সমাপ্তি করা হয়।
Leave a Reply