লাল সবুজের দেশ :
সাংবাদিক আ: হালিম মোল্লা। তিনি ১৯৪৭ সাল থেকে ছাত্রাবস্থায় দৈনিক ইওেহাদ, দৈনিক সংবাদ, সাপ্তাহিক যুগের দাবী, সাপ্তাহিক সৈনিক, সাপ্তাহিক ইওেফাকসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে খন্ডকালিন সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন।পঞ্চাশের দশকে তিনি প্রায় ৬ বছর ইউনাইটেড প্রেস অব পাকিস্তান ও ইষ্টার্ন নিউজ এজেন্সিতে সাংবাদিকের দায়িত্ব পালন করেন।পরবর্তী সময়ে ইওেফাক গ্রুপের সাপ্তাহিক পূর্বাণী ও ডেলী নিউনেশন এর স্থানীয় নিজস্ব সংবাদদাতা ছিলেন।
১৯৬২ সালে ভৈরবের প্রথম মুদ্রিত পত্রিকা সাপ্তাহিক দিশারীর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ভৈরব প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সময় বিভিন্ন পদে সুদীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালন করেন। মৃত্যু পূর্ব মূহুর্ত পর্যন্ত তিনি দৈনিক ইওেফাক, ডেলি নিউ নেশন, সাপ্তাহিক পূর্বানী এই তিনটি প্রথম শ্রেণীর পত্রিকার সংবাদদাতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ছাড়াও তিনি ভৈরব রেডক্রস এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও মানব অধিকার সংস্থার প্রস্তিষ্ঠাতা সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংকৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন। এ ছাড়াও তিনি একজন মুক্তিযোদ্ধের সংগঠক ছিলেন। এই মহান সাংবাদিক আব্দুল হালিম এর প্রতি রইলো গভীর শ্রদ্ধা। ভৈরবে সকল সাংবাদিক ও জনগন আজীবন তার সততা, নিষ্ঠার কথা স্বরন করবে আজীবন।
Leave a Reply