লাল সবুজের দেশ, অর্থনীতি ডেস্কঃ
এক মাসের ব্যবধানে ফের খুচরা পর্যায়ে বিদুতের দাম বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে ১ মার্চ মাস থেকেই। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনটি গেজেট আকারেও প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান জানান, এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ছে।
উল্লেখ্য, এর আগে গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।
আরও পড়ুন
আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু
ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম
বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।
Leave a Reply