সাংবাদিকঃ আজিজুর রহমান।
চারিদিকে অাধার উঠাবে এখনি ঝড়,
সাইক্লোণের ঘুর্ণিতে ভাঙ্গবে ঘুম যে,
সকল দুর্নীতি ভাঙ্গিবে যে এখনি।
ঝড়ের গতিতে কাঁপতে থাকবি যে,
পাপিষ্ট মনোবল থাকবে না যে আর।
গোরস্তানে, শশাণে খুলিস কেন কাফন রে,
ডরে বুক কাঁপে না, জন্ম তোর কিসের’রে।
দূর দূর করে কাঁপছে যে বুক,
শকুনের নজর পড়ে যাই কখন যে।
লন্ড ভন্ড করবে যে সাইক্লোণ,
দূূর্নীতির মায়াই কভূ কি তোর আসে যাই,
নিঃপাপ শিশু করেছে কি পাপ,
ধর্ষণে মেতে উঠে, করছো যে লুটপাট।
পাপের পাপিষ্ট হয়ে, থাকবি তুই কি করে,
রমণীর যৌন হরনে,মেতে ওঠো উল্লাসে।
সাইক্লোণের আঘাতে মরবি তুই দিনে রাতে।
লাশ কাটা ঘরে আছে যে লাশ,
তাঁর দেখে যৌন ক্ষুদা আসে কি করে’রে।
তুই কোন মানুষের জাত’রে?
সাইক্লোণ আসছে তোর যবনিকা টানতে,
পালাবী কোথায়! ভাঙ্গবে তোর বিষদাঁত যে।
কালো টাকার পাহাড়ে ঘুরে বেড়াস বাহারে!
সাইক্লোন আসছে,পালাবি কোথায় রে?
মনোজ্ঞ সন্ধায় মেতে উঠিস রঙ্গলিলাই,
বাসন্তীর গন্ধে মিটাস কি জ্বালারে।
সাইক্লোণের গর্জনে দৌড়ে পালারে,
ভাঙ্গবে এখনি বিষের বিণাখানি।
সাইক্লোণের বিভিষিকা দেখিবে যখন,
বাঁচার জন্য আর্তনাদ, করিবে তখন।